
তাপপ্রবাহ বইছে দেশের ২২ জেলায়
শুরু হয়েছে চৈত্রের খরতাপ। রাজধানী ঢাকাসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদ্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
কাঠফাটা রোধে বাড়ছে গরম। এই তাপপ্রবাহ আরো বাড়তে পারে বলে পূর্বভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহে চলমান গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। বরং দেশের ওপর বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের তীব্রতা আরো বাড়তে পারে।
তাপপ্রবাহ বেড়ে মাঝারি থেকে তীব্র হতে পারে। সর্বোচ্চ তাপপ্রবাহ ছুঁতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
আজ শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বরা হয়েছে, ঢাকা, রাজশাহী, টাঙ্গাইল, ফরিদপুর, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, বান্দবান, খেপুপাড়া, ও ভোলাজেলাসহ খুলনা বিভাগের ১০ টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যহত থাকতে পারে।