নওগাঁর বদলগাছী উপজেলা সদর হাটে ডিম ফেরত নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ডিম ব্যবসায়ী এনামুল কাঠের বাটাম দিয়ে ডিমের ক্রেতা রবিউল ইসলামের মাথায় স্বজোরে আঘাত করলে রবিউল ইসলাম(৩১)নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
আহত রবিউল ইসলাম(৩১) বদলগাছী উপজেলার বালুভরা ইউপি’র কোমারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার কোমারপুর গ্রামের রবিউল ইসলাম(৩১) ১২টি দেশি মুরগির ডিম বদলগাছী হাটখোলার ডিম ব্যবসায়ী এনামুলের কাছ থেকে ক্রয় করে বাড়ি নিয়ে যায় এবং বাড়িতে যাওয়ার পর, পর-পর ৬টি ডিম ভাংগে ৬টি ডিম নষ্ট পায়।
বাঁকি ৬টি (অক্ষত) ডিম নিয়ে গতকাল বুধবার ২৭শে সেপ্টেম্বর ডিম ব্যবসায়ী এনামুলকে ফেরত নিতে বললে এনামুল ডিম ফেরত নিতে অস্বীকার করলে উভয়ে মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পরে।
বাকবিতন্ডাতার একপর্যায়ে ডিম বিক্রেতা এনামুল(৪২) এবং এনামূলের বড় ভাই মান্নান (৫৫) দু জন মিলে ডিমের ক্রেতা রবিউল ইসলামকে(৩১) কাঠের বাটাম এবং শাঠি দ্বারা স্বজোরে মাথায় ও বুকে আঘাত করলে রবিউল ইসলামের মাথা ফেটে রক্ত ঝড়ে পড়তে থাকে।
আহত অবস্থায় থানায় গেলে থানা পুলিশের কাছৈ অভিযোগ করতে গেলে তাকে চিকিৎসাসহ রির্পোট নিয়ে আসতে বলে।
বর্তমানে ভোক্তভোগী রবিউল ইসলাম আহত হয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। এব্যপারে ২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রবিউল ইসলামের পিতা শাহাজান আলী(৫৩) বাদী হয়ে এনামূল(৪২)ও আব্দুল মান্নান (৫৫) বিরুদ্ধে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা বলেন, এনামুল একজন বদ মেজাজি ডিম ব্যবসায়ী। সব সময় সাধারণ ডিমের ক্রেতাদের সাথে অসাদাচারন করে থাকেন।
এ ব্যপারে বদলগাছী হাটখোলা বাজার বণিক সমিতির সভাপতি এখলাছুর রহমান বলেন, ঘটনাটি জেনে আমি সাথে সাথে আহত রবিউলকে হাসপাতালে দেখতে গিয়েছি এবং রবিউলের পিতাকে সমবেদনা প্রকাশ করেছি। মারামারি ঘটনা নিয়ে আমরা উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করবো।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।