নওগাঁর বদলগাছীতে জাতীয় কণ্যা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য সাইকেল র্যালি এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন দেয়ালিকা প্রদর্শন করা হয়েছে।
গতকাল বুধবার ২৭শে সেপ্টেম্বর বিকেল ৩টায় জাতীয় কন্যা দিবস উপলক্ষ্যে বদলগাছী উপজেলার গোবরচাঁপা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আগামীর পথে কর্মসূচির আয়োজনে ওইমেন ফর ফ্যামেলি ডেভেলপমেন্টের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ব্যতিক্রম ধর্মী এক সাইকেল র্যালির আয়োজন করা হয়।
র্যালিটিতে প্রায় ৫০জন বিভিন্ন ছাত্রী বাই সাইকেল চালিয়ে সাগরপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছায়।
র্যালি শেষে জাতীয় কন্যা দিবস উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক দেয়ালিকা প্রদর্শন করা হয়।
দেয়ালিকা প্রদর্শন ক্যাম্পেইন অনুষ্ঠানে সাগরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক সহ এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, প্রোগ্রাম অফিসার জুলেখা আখতার, একাউন্ট অফিসার মোহন আলী, ফিন্ড ফ্যাসিলিটিটর আমিনুল ইসলাম ও আফরিন সুলতানা,কমিনিউটি মোবিলাইজার আদরি,পপি আখতার,নাজিউর রহমান ও নুহ ইসলাম,কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা।