নওগাঁর বদলগাছীতে নদীর পানিতে ডুবে রামিশা (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনা স্থল থেকে কিছু দুরে বিলাসবাড়ীর কটকবাড়ি চনতরামপুর ব্রীজের নিকট থেকে লাশটি উদ্ধার করে।
গতকাল বুধবার ২৭শে সেপ্টেম্বর দুপুর ২টা ৩০মিনিটে বালুভরার পালশা গ্রাম থেকে নদীতে পড়ে শিশুটি নিখোঁজ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিয়ার রহমান।
তিনি বলেন, গতকাল ২৭শে সেপ্টেম্বর বুধবার দুপুরে নদীতে পড়ে নিখোঁজ হওয়া শিশু রামিশা(৩) এর লাশ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ডুবরি দলের চেষ্টায় কটকবাড়ী চন্তরামপুর ব্রীজের নিকট থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত শিশু রামিশা(৩) বদলগাছীর বালুভরা ইউপির পলশা গ্রামের আব্দুল রউফ মন্ডলের মেয়ে।
থানা ও স্থানীয়সূত্রে জানাযায়, বদলগাছীর পালশা গ্রামে গতকাল বুধবার দুপুর আনুঃ আড়াইটার দিকে বাড়ীর পাশে শিশু রামিশা(৩) খেলা করতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে পড়ে নদীর পানিতে তলিয়ে যায়।
শিশু রামিশাকে নদীতে ডুবে যেতে দেখে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশু রামিশাকে খুজতে থাকে খুজে না পেয়ে গ্রামবাসী সাথে সাথে বিষয়টি বদলগাছী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে জানায়।
খবরপেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।
রাত পর্যন্ত নদীতে ডুবে যাওয়া শিশুর সন্ধান না মিললে বৃহস্পতিবার সকালে ডুবুরির একটি দল ঘটনাস্থলে আসেন।
দীর্ঘসময় চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টায় বিলাসবাড়ীর কটকবাড়ী চন্তরামপুর ব্রীজের নিকট থেকে শিশু রামিশা(৩) এর লাশ উদ্ধার করে।
এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, পরিবারের আপত্তি না থাকায় লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।