
বড়াইগ্রামে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বর্ষপূর্তি উদযাপন - ছবি মুক্ত প্রভাত
নাটোরের বড়াইগ্রামে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে শোভাযাত্রা, কেককাটা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে পত্রিকাটির স্থানীয় প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলাম শিহাবের সভাপতিত্বে ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, আজকের বসুন্ধরার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মু.অহিদুল হক, প্রবীণ সাংবাদিক সাইফুর রহমান, সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান, সুরুজ আলী, মুখ উপস্থিত ছিলেন।
শেষে আজকের বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।