সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঝালকাঠিতে শান্তিপূর্ণ ভাবে রোডমার্চ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার বেলা ১২টায় ঝালকাঠি জেলার প্রবেশ দ্বার কালিজিরা সেতুর পশ্চিম পাশ থেকে রোডমার্চ শুরু করাহয়।
এরপর ঝালকাঠি শহরের পেট্রোল পাম্প মোড় এবং ষাটপাকিয়া এলাকায় অবস্থান করে পথ সভা করেছে বিএনপি। পথ সভায় বিএনপির কেন্দ্রীয়, বিভাগ ও জেলা উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
দুপুর দেড়টার দিকে বরিশাল থেকে রোডমার্চ শুরু করে ঝালকাঠি হয়ে পিরোজপুরের উদ্দেশ্যে চলেযায়।
ঝালকাঠি থেকে বিশাল রোডমার্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহ্জাহান ওমরের নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ নেতাকর্মীরা যোগ দেন।
কয়েকশত ট্রাক, মটর সাইকেল ও মাইক্রোবাসের বহর নিয়ে নেতা কর্মীরা ঝালকাঠি ত্যাগ করে।
এসময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিশ্বরোড কলেজ মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃংখলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।