কোরআন খতম, মিলাদ,দোয়া ও বিশেষ ভোজের মাধ্যমে নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের মা জরিনা বেগমের কুলখানি অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা মরহুমার নিজ বাড়িতে ওই কুলখানি অনুষ্ঠিত হয়। এতে মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
তাঁরা মরহুমার রুহের মাগফিরাত ও তাঁর জান্নাত কামনা করেন।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,তাঁর মা জীবদ্দশায় কোন ভুল করে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চান।
বৃষ্টি উপেক্ষা করে মরহুমার কুলখানীতে নাটোর ৪ আসনের উপনির্বাচনে বিজয়ী হতে যাওয়া সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী,মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী,নাজিরপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী,ইউপি চেয়ারম্যান মমিন আলী সহ পাঁচসহস্রাধীক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। চেয়ারম্যান আনোয়ার হোসেনের মা জরিনা বেগম দীর্ঘদিন ধরে স্টোকজনিত কারনে অসুস্থ্য ছিলেন।
মৃত্যুকালে স্বামী,একছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন সন্ধ্যা ৭ টায় আনন্দ নগর সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে জানাজার নামাজ শেষে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।