নিখোঁজের সাড়ে ছয় ঘন্টা পর শিশু মদিনা খাতুনের (৬) লাশ আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার টার দিকে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগরে আত্রাই নদীর ত্রীমোহনা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশু মদিনা খাতুন যোগেন্দ্রনগর গ্রামের মাজেদ হোসেনের কন্যা। শিশুর পরিবার জানিয়েছে, খেলার ছলে সবার অগচরে বাড়ি থেকে বের হয়ে যায় শিশুটি। সকাল সাড়ে ১০টা থেকে শিশু মদিনার খোঁজ পাওয়া যাচ্ছিলনা। পরিবারের সদস্য এবং স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় দুপুর ১২টা নাগাদ স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন।
গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটি নিখোঁজের খবর পেয়ে রাজশাহীর ডুবুরি দলকে জানানো হয়। ওই ডুবুরিদল প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল পাঁচ টার দিকে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর পিতা মাজেদ আলী বলেন, তার কন্যা শিশু মৃত্যুর ঘটনায় তিনি থানায় কোন অভিযোগ দায়ের করেননি। তার সাথে কারো শত্রুতাও নেই। তবে শিশুটির মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান রাত সাড়ে আটটার দিকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তবে শিশু মৃত্যুর ঘটনাটি পুলিশ আইনিভাবে তদন্ত করছে।