
মিরপুর থানার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত গোলাম কিবরিয়া- ছবি মুক্ত প্রভাত
রাজধানীর তুরাগ থানার “ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয়”র সহকারী শিক্ষক জনাব গোলাম কিবরিয়া মিরপুর থানার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন । তিনি গত বছরও এই থানার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে কৃতিত্ব দেখিয়েছিলেন । এবারও নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায় । পর পর দুইবার থানার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হওয়ায় ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক জনাবা খাদিজা আকতার বলেন, গোলাম কিবরিয়া আমাদের স্কুলের গর্বিত শিক্ষক, আমরা তার জন্য গর্বিত ।
তার এই সাফল্যে স্কুলের সকল শিক্ষকগন অভিনন্দন জানিয়েছেন । প্রধান শিক্ষক আরও বলেন, আমরা আশা করছি আগামীতে ঢাকা বিভাগের সেরা হয়ে আমাদেরকে আরো একটি আনন্দের সংবাদ এনে দিবেন গোলাম কিবরিয়া । তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল । গোলাম কিবরিয়া বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার নয়, এই স্কুলে প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারি শিক্ষক মন্ডলীর । সর্বপরি ম্যানেজিং কমিটি ও আমার প্রান প্রিয় শিক্ষার্থী ও তাদের অভিভাবক মন্ডলীর ।
তারা যদি আমাকে সঠিক ভাবে সহায়তা না করতেন তাহলে আমি এই বিজয় ছিনিয়ে আনতে পারতাম না । আমি সকলের দোয়া চাই আগামীতে যেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করতে পারি । তার এই কৃতিত্বে ৬টি থানা নিয়ে গঠিত মিরপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনস্থ শিক্ষক মহল, ছাত্র/ছাত্রীসহ অভিভাবকগণ আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন ।