শনিবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকতা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জমান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলি ইসলাম কবিতা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক চমন আরাস্তা শিউলী, এটিএম আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
সভায় প্রধান অতিথি তানভীর ইমাম শিক্ষকদেরকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদেরকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
সভায় উপজেলার প্রায় দেড় হাজার প্রথমিক শিক্ষক অংশ নেয়। সভার শুরুতে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।