পায়ুপথে ইয়াবা বহন করতে গিয়ে মাদক পাচারকারী দুই ব্যক্তি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের কাছিকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদক মামলা দায়ের করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজার কাছে চেকপোষ্ট বসায় র্যাব। চেকপোষ্টে তল্লাশির সময় মোকলেছ আলী (৪০) ও আব্দুস সাত্তার (৫০) নামের দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তারা পরিকল্পীতভাবে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে পায়ুপথে ঢুকিয়ে ৮৭৫ টি ইয়াবা বহন করার কথা র্যাবের কাছে স্বীকার করেন। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোকলেছ আলী রাজশাহীর ববাঘা উপজেলার নূরনগর গ্রামের রমজান আলীর ছেলে এবং আব্দুস সাত্তার নাটোরের লালপুর উপজেলার চন্দ্রপুল গ্রামের মৃত শাহামান মণ্ডলের ছেলে। তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেসে পায়ুপথে ইয়াবা বহন করে আসছিলেন।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসব মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বিক্রির সাথে জড়িত ছিলেন।
আরো পড়ুন