
জব্দকৃত ভেজাল কীটনাশক -ছবি মুক্ত প্রভাত
নাটোরের বড়াইগ্রামে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান চালিয়ে আনুমানিক সাত লক্ষ টাকা মূল্যের অনুমোদনবিহীন ভেজাল কীটনাশক জব্দ করা হয়েছে। ভেজাল দ্রুব্যসামগ্রী দোকানে সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে দোকানের মালিক মো. ইউনুস আলিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিঞ্জ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল। তাকে সহযোগিতা করেন উপজেলা কৃষি দপ্তরের অফিসার সহ পুলিশ ও আনসার বাহিনী।
বুধবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাঝগ্রাম বক্কুর মোড় এলাকার মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রায় সাত লক্ষ টাকা মূল্যের অনুমোদনহীন পদ্মা জিংক ১২০ কার্টুন,সিম ফুরান ৮৩ কার্টুন মাটির প্রাণ ২০ কার্টুন, শক্তি পটাস ৪০ কার্টুন, থিয়োভিট গোল্ড ৩০ কার্টুন মোট ২৯০ কার্টুন কীটনাশক জব্দ করা হয়। অনুমোদনহীন কীটনাশক সংরক্ষণের দায়ে
ভ্রাম্যমান আদালতে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়।
তবে দোকান মালিক জরিমানার টাকা পরিশোধ করেন। তবে ভবিষ্যতে অনুরুপ অপরাধ করলে কঠিন দন্ডাদেশ হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত কীটনাশক আগামী সোমবার প্রকাশ্যে ধ্বংশ করা হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানাকে সভাপতি করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।