
চিলমারীতে চাইল্ড ও নট ব্রাইড প্রকল্পের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে আরডিআরএস এর বাস্তবায়নে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের অধীন বাল্যবিবাহরে অধিক ঝুকিপূর্ণ পরিবারের সরকারি ও বেসরকারি সেবা প্রাপ্তি বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আরডিআরএস বাংলাদেশ, এন আরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কুমার প্রনয় বিষান দাস, মৎস সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান খান, ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা শাহিন আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু প্রমুখ।