
কুমিল্লার তিতাস থানার বিদায়ী ওসি সুধীন চন্দ্র দাস স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বুধবার সকাল সাড়ে ১১টায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময়ে করেন। ২০২১ সালে ৩ মে তিতাস থানায় যোগদেন ওসি সুধীন চন্দ্র দাস।
তিনি তিতাস থানায় যোগদানের পরপরই বদলে যায় থানার চিত্র, কমে যায় মামলা-মোকাদ্দমা, হয়রানি, চুরি-ডাকাতি ও চাঁদাবাজি। থানাকে সুন্দর ও জনগণ মুখি করার জন্য থানার মূল ফটক থেকে ভবন পর্যন্ত রাস্তাটি সিসি ঢালাই করেন। থানা ভবনের চারদিকে আবর্জনার স্তূপ পরিষ্কার করে সেখানে রোপণ করেন বিভিন্ন জাতের ফুল-ফলাদি ও শাকসবজি। নির্মাণ করেন মিডিয়া সেল, স্যালুটিং ডায়েস, লাশঘর ও সেবা প্রত্যাশীদের জন্য গোলঘর 'কিছুক্ষণ'। এবং নিজের প্রয়োজনী গাড়ি ক্রয় না করে ক্রয় করেন লাশ বহনে নতুন পিকআপ ভ্যান।
বিদায়ী ওসি সুধীন চন্দ্র দাসের নতুন কর্মস্থল কুমিল্লা জেলা ডিএসবি। তিতাস থানায় তার স্থালাভিষক্ত হবেন ওসি কাঞ্চন কান্তি দাস। যিনি ওসি তদন্ত হিসাবে নোয়াখালী হাতিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। পদন্নতি পেয়ে তিতাস থানার পুর্নাঙ্গ ওসি হিসেবে যোগদিবেন কাঞ্চন কান্তি দাস।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক কবির হোসেন, নাজমুল করিম ফারুক, জুয়েল রানা, মহসিন, হালিম সৈকত, এস.এ ডিউক, সাগর মুন্সি, জহিরুল ইসলাম পাশা, বিল্লাল মোল্লা, নাইম সরকার, আব্দুর রহিম, সাকিব হোসেন, শাহজান, কামরুল হাসান, রাসেল মুন্সি, রিপন ও ইমাম হোসাইন।