
বদলগাছীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কাম্পেইন- ছবি মুক্ত প্রভাত
নওগাঁর বদলগাছীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইনে জনসচেতনতা মূলক নাটিকা ও গম্ভীরা প্রদর্শন করা হয়।
গতকাল মঙ্গলবার ১৩ই সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় আগামীর পথে কর্মসূচির আয়োজনে ওইমেন ফর ফ্যামেলি ডেভেলপমেন্টের (CFWD) অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের(MJF) সহযোগিতায় বদলগাছীর মথরাপুর ইউপির জালালপুর জিয়ানী পাড়ায় বাল্যবিবাহের জনসচেতনতা বাড়াতে বাল্য বিয়ে ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইনে জনসচেতনতা মূলক পাটিকা ও গম্ভীরা প্রদর্শন করা হয় ।
বিভিন্ন প্রকার জনসচেতনা মূলক ফেস্টুন,গান ও অভিনয়ের মাধ্যমে বাল্য বিবাহের কুফল স্থানীয় মানুষের মাঝে তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, প্রোগ্রাম অফিসার জুলেখা আখতার, একাউন্ট অফিসার মোহন আলী, ফিন্ড ফ্যাসিলিটিটর আমিনুল ইসলাম ও আফরিন সুলতানা,কমিনিউটি মোবিলাইজার আদরি,পপি আখতার, নাজিউর রহমান ও নুহ ইসলাম,কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দসহ রাজশাহী আগত গম্ভীরা শিল্পী গোষ্ঠী।