সাময়কি বরখাস্ত করা হয়েছে এডিসি হারুনকে। কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধরের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।
ঘটনাটির সূত্রপাত হয়েছে বারডেম হাসপাতাল থেকে। ওই হাসপাতালে এডিসি সানজিদা আফরিনের সাঙ্গে ছিলেন এডিসি হারুন-অর-রশীদ।
এঘটনায় স্বামী মামুনকেই দোষারোপ করেছেন এডিসি সানজিদা। তিনি বলেন, আমার স্বামী মামুনই প্রথমে এডিসি স্যারের ওপর হামলা করেছেন।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে এডিসি সানজিদা এসব কথা বলেন।