
ঝালকাঠি জেলা ছাত্রলীগের সবেক সভাপতিসহ ১২ জনের নামে স্বাক্ষর জালিয়াতির মামলা
কেন্দ্রীয় যুবলীগ সভাপতি-সম্পাদকের স্বাক্ষর জাল করে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলনসহ ১২জনের নাম উল্লেখ করে স্বাক্ষর জালিয়াতির মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার রাতে ঝালকাঠি সদর থানায় মাসুদ সিকদার নামে যুবলীগের এক কর্মী এ মামলা দায়ের করেন।
আসামিরা অধিকাংশই সাবেক জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বাদি এজাহারে উল্লেখ করেন, আসামিরা কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সীল ও সাক্ষর জালিয়াতি করে জেলা যুবলীগের ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়। গত ৬ সেপ্টেম্বর শহরের ডাক্তার পট্টি এলাকায় বাদী বিষয়টির কারণ জানতে চাইলে ১ নম্বর আসামি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ আসামিরা বাদিকে মারধর ও জখম করে। বিষয়টি জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকিরকে জানালে তিনি কেন্দ্রে খোঁজ নিয়ে জানতে পারেন এ ধরণের কোন কমিটি ঘোষণা করা হয়নি।
গত ৩ সেপ্টেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত অনুমোদিত একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে আহবায়ক করা হয়েছে জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকিরকে এবং যুগ্ম আহবায়ক করা হয়েছে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে।
অথচ বর্তমানে এ কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন মো. কামাল শরীফ। পরে এ নিয়ে শহরে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ শহরে উত্তেজনা সৃষ্টির অভিযোগে সৈয়দ হাদিসুর রহমানের অনুসারি ৮জনকে আটক করে মুচলেকা রেখে ছেড়ে দেয়। এ বিষয়ে গত বুধবার রাতে কেন্দ্রীয় যুবলীগের উপ দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিমের কাছে প্রেরণ করে এ ধরনের কোন কমিটি ঘোষণা না দেওয়ার কথা বলেন ।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন বলেন, আমাকে জড়িয়ে যে প্রচারণা চালানো হচ্ছে সেগুলো সবই ভিত্তিহীন। কোন কুচক্রী মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে এসব করছে। তাঁদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমাদের বিরুদ্ধে মিথ্যার মামলার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির বলেন, ঝালকাঠি জেলা যুবলীগের একটি কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি সম্পূর্ণ ভূয়া। এ বিষয়ে কেন্দ্র থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিভ্রান্তি দূর করেছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।