
সঙ্গীত শিল্পী লালন আশা- ছবি মুক্ত প্রভাত
চাতকের মত আকাশ পানে চেয়ে থাকি,
কখন হবে মেঘের বরিষণ!
মনানন্দ মিলন হতে
আরও দেরি কতক্ষণ?
বড়ই অভাগী মোর হৃদয়
তৃষ্ণায় প্রান গেলে ক্ষতি নাই।
জানি! অবশেষে ঘনিয়ে আসবে
কঠিন বজ্রপাতের করূন বিদায়।
চাতক মই'লো মেঘের আশায়
রয়ে গেল দয়াল নামের কলঙ্ক।
একি দশা! একি হাল?
তবে আমি কি ছিলাম না যোগ্য?
লেখক পরিচিতিঃ
সঙ্গীত শিল্পী লালন আশা