
বদলগাছীতে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা- ছবি মুক্ত প্রভাত
নওগাঁর বদলগাছীতে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ই আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৫ টায় বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির সাগরপুর স্কুল মাঠে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বদলগাছী উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য করুণা কর্মকারের সঞ্চলনায় মিঠাপুর ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এরশাদ আলী মুনছুরের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ৪৮ নওগাঁ -৩ (বদলগাছী -মহাদেবপুর) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং মিঠাপুর ইউপির চেয়ারম্যান ও মিঠাপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, বালুভরা উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ আবুল হাশেম,বদলগাছী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, আওয়ামী লীগ নেতা আলমগীর ই আজম, বালুভরা ইউপি আওয়ামী লীগের সহঃ সভাপতি সুকুমল কর্মকার, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, কার্যনির্বাহী সদস্য শংকর কর্মকার (লেবু),বালুভরা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মুক্তি।
এছাড়াও উপস্থিত ছিলেন আপেল চক্রবর্ত্তী, প্রলয় চৌধুরী পলু, বদলগাছী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম রেজানুল করিম সুজন, বদলগাছী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক নয়ন হোসেন,প্রভাষক শনত চকবর্ত্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী তার বক্তব্য কালে তার শিক্ষা জীবন,সামাজিক জীবন,কর্মজীবন ও রাজনৈতিক জীবন এবং বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য, অর্জন তুলে ধরেন।