
জামালপুরে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন্।-ছবি মুক্ত প্রভাত
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।
বন্যা কবলিত ইউনিয়নগুলো হলো দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ও চিকাজানী ইউনিয়ন এবং ইসলামপুর উপজেলার পাথর্শী,কুলকান্দি,বেলগাছা,চিনাডুলী,সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন।
৩সেপ্টেম্বর (রবিবার) পর্যন্ত গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৬ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদ সীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফলে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে।
জেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, বর্তমানে জামালপুর সদর উপজেলা ছাড়া বাকী ৬টি উপজেলা দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর,সরিষাবাড়ী,মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ২ হাজার ৮৭ হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে।
এছাড়াও জেলা শিক্ষা সুত্রে জানাযায়,বন্যার কারনে ইসলামপুর উপজেলার ২৫ কিলোমিটার সড়ক জলমগ্ন হয়ে পরেছে এবং ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে ।
জেলার ত্রাণ ও পুর্নবাসন অফিস সুত্রে জানাযায়,বন্যা কবলিত দেওয়ানগঞ্জ উপজেলায় ৯০টি পরিবার ও ইসলামপুর উপজেলার ১৫টি পরিবারের মাঝে ২৪টন চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। জামালপুরের জেলা প্রশাসক মো.ইমরান আহমেদ গতকাল শনিবার বন্যাদূর্গত এলাকাগুলো পরিদর্শন করেছেন।