মানিকগঞ্জের ঘিওরে বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঙ্গা নদীতে ডুবে যায়। ট্রাকটি নদীতে পড়ে যাবার সময় নদীপাড়ে বাঁধা দুটি ইঞ্জিনচালিত ট্রলার নৌকার ওপরে উঠে যায়।
ফলে ট্রলার দুটিও ডুবে যায়। এতে কোন প্রাণহানী না হলেও ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লাখ টাকা হয়েছে বলে দাবী করেছেন সংশিষ্ট নৌকা ও ট্রাক মালিকেরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৫টার দিকে ডুবে যাওয়া ট্রাক ও নৌকা দুটি উদ্ধার হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের ওপর তরা কালীগঙ্গা সেতুর পাদদেশে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তরা কালীগঙ্গা নদীর একেবারে তীরঘেঁষে সেতুর পশ্চিম পাদদেশে দীর্ঘদিন যাবত বালু ব্যবসায়ীরা বালু স্তুপাকারে রেখে বিক্রি করে আসছেন। আজ সকালে বিক্রিকৃত সেই বালু ট্রাকে নেয়া হচ্ছিল।
এরমাঝে বালু ভর্তি করে একটি ট্রাক ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঙ্গা নদীতে পড়ে ডুবে যায়। এসময় পিকনিকে বের হওয়া একটি ট্রলার ওই ঘাটে নোঙর করে কেনা কাটা করতে দোকানে যায়। অপর একটি ট্রলার এখান থেকে বালু বহন করতে ঘাটে ভীড়ে। এমন সময় ট্রাকটি ট্রলার দুটির উপর দিয়ে নদীতে পড়ে যায়। সাথে সাথে ডুবে যায় নৌকা দুটিও।
ট্রাক মালিক মাসুদুর রহমান বলেন, নদী থেকে ডুবে যাওয়া ট্রাক উদ্ধার হলেও গাড়ির অনেক ক্ষতি হয়েছে। গাড়ি উঠাতেও অনেক খরচ হয়ে গেলো।
বালু নিতে আসা ট্রলার মালিক শামসুল হক বলেন, এখান থেকে বালু নেয়ার জন্য ঘাটে নৌকা ভীড়িয়ে বিক্রেতার সাথে কথা বলার সময় হঠাও আওয়াজ পেয়ে এসে দেখি ট্রাকের নিচে আমার নৌকাও ট্রাকের সাথে ডুবে যাচ্ছে। নৌকা তোলা হলেও ইঞ্জিনসহ অন্যান্য মালামাল নদীতে হারিয়ে গেছে।
ভ্রমন ট্রলার চালক মো: আলী বলেন, নাটুয়া বাড়ি থেকে যমুনার মোহনায় যাবার সময় এই ঘাটে নৌকা ভীড়িয়ে কিছু কেনাকাটা করতে যান ভ্রমনকারীরা। এমন সময় হঠাৎ ট্রাক নৌকার ওপর পড়ে, সাথে সাথে ডুবে যায় ট্রাক ও নৌকা। এরপর ট্রাক তোলার সময় আমার নৌকা স্রোতে অনেক দূর ভেসে যাবার পর উদ্ধার করা হয়।
ভ্রমনকারীদের একজন মো: ইমন বলেন, ১৫ হাজার টাকা দিয়ে নৌকা ভাড়া করে আনন্দ ভ্রমনে বেরিয়েছিলাম। পথিমধ্যে এমন দূর্ঘটনা। নৌকার ৫০ জনের খাবার, চারটি সাউন্ড বক্স, দুটি জেনারেটরসহ নানা মালামাল নদীতে খোয়া গেছে।
ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সেলিম হাওলাদার বলেন, ডুবে যাওয়া নৌকাদুটি ঘটনাস্থল থেকে বেশ দূর থেকে এবং ট্রাকটি নদীর তীরের কাছে থেকেই চেইন কপ্পা ব্যবহার করে উদ্ধার করা হয়েছে।
ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে এবং সেখানে স্থানীয়দের সাথে উদ্ধার কাজে সহায়তা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।