টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটে নেমে অধিনায়ক হিসেবে তেমন কিছুই করতে পারেননি সাকিব। একইপথে এগিয়ে তাওহীদ হৃদয়, ছোট তামিমরা। মোটে রান ১৬৪। এরমধ্যে নাজমুল হাসান শান্তই করেছেন ৮৯ রান।
এই রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের অনায়েস জয় তুলে নিয়েছে লঙ্কানরা।
৫০ ওভারের ম্যাচে এই রান যে খুব একটা স্বস্তি দায়ক নয়, তা ঠিকই জানেন সাকিবরা। কেন কাপ আসলেই দলে এমন অপরিচিত বাংলাদেশকে দেখা যায়। এই প্রশ্নের উত্তর অব্যশ আপাতত নেই।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার লঙ্কার ক্যান্ডি শহরের পাল্লাকেলে স্টেডিয়ামে এমন অচেনা বাংলাদেশকে দেখা গেল।
তবে বোলিংয়ে যদি আগ্রাসি হন তাসকিন, সাকিব,মিরাজ মোস্তাফিজরা তবেই কিছু একটা করা সম্ভব। কারণ ক্রিকেট তো সব সম্ভবনার খেলা।