মানিকগঞ্জের ঘিওরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজীজ মিয়া।
সাবেক ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এড. আব্দুস সালাম পিপি।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি এড. শচীন্দ্রনাথ মিত্র, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ মমিন উদ্দীন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক রনজিত কুমার রায়, অধ্যাপক অজয় কুমার রায় প্রমুখ।