ঝালকাঠি সদর হাসপাতালে কর্তব্যরত নার্স সাজমিন জাহান (৩৮) কে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। ২২ আগষ্ট ভোর ৫ টার দিকে তিনি হাসপাতালের ভিতরের রাস্তায় হাটতে বের হলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় তিনি নিজেই বাদি হয়ে এজাহার দিয়েছেন।
বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে সাজমিন চিকিৎসাধীন আছেন ।
নার্স সাজমিন জাহান জানান, আমি ২০১৫ সন থেকে এই হাসপাতালে কর্মরত। হাসপাতালের পিছনে সরকারি ভবনে স্বামি সন্তানদের নিয়ে থাকি। সন্ধ্যার পর আমার বাসার সামনে কিছু বখাটে বসে মোবাইল নিয়ে ব্যাস্ত থাকে। মাঝে মাঝে তারা সেখানে বসে আগুন ধরিয়ে কি যেন করে। কিন্তু কখনো তাদের কাজে বাঁধা দেইনি। এজাহারে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সকালে হাটতে বের হবার পর একটি লোক আমার পথ রোধ করে দাড়ায় এসময় গামছা দিয়ে তার মুখ ঢাকা ছিল।
সে প্রথমে আমাকে কুপ্রস্তাব দেয়। তারপর আমাকে টানা হেচরা করার সময় আমার বুকে ও হাতে ধরালো অস্ত্র দিয়ে কয়েকটি কোপ দিলে আমি ডাক চিৎকার শুরু করি। তখন সে পালিয়ে যায়। সাথে সাথে রক্তাত জখম অবস্থায় আমি হাসপাতালে গিয়ে সেলাই ও চিকিৎসা করে থানায় গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তি উল্লেখ করে এজাহার দেই।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, নার্সের দেয়া অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ব্যবস্থা নেয়া হচ্ছে।