নাটোরের বড়াইগ্রামে পৃথকভাবে সোমবার বিকেলে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে। দিবসটিতে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার বনপাড়া পৌর শহর বাস স্ট্যান্ডে আয়োজিত সমাবেশে যুবলীগ নেতা জুলফিকার মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী এবং প্রধান বক্তা হিসাবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, মাঝগাঁ ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল,ওয়ার্ড কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া বনপাড়া বাইপাস বাস স্ট্যান্ড চত্ত্বরে অপর সমাবেশে প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসাবে গোপালপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার প্রমুখ বক্তব্য রাখেন।