কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. ফাহিম সরকারকে আহবায়ক ও আল আমিন হক বাবুকে সদস্য সচিব করে শনিবার কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩ মাসের মধ্যে অত্র উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য তাদের দায়িত্ব দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম- আহবায়ক নজরুল ইসলাম শামীম, যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, রহমতুল্লাহ রাতুল, জালাল মুন্সি, তুষার ইমরান, মেহেদী ইসলাম প্রধান, সাগর মিয়া, রাসেল রহমান, আশিকুর রহমান তালুকদার, আশরাফুল ইসলাম, রাকিবুল ইসলাম সাকিব, তানভীর নুর বাবু, রুবেল সরকার, বশির সরকার, আরাফাত রহমান সানি, সদস্য আরিফ হোসেন, রিফাত ভূঁইয়া, আইয়ুব খান, রাকিব হোসাইন, ইয়াছিন, খাইরুল মোল্লা, সফিকুল ইসলাম শান্ত,আরমান হোসেন, আবদুল্লাহ, রবিন খন্দকার, মাকসুদুর রহমান, মেহেদী হাসান, রিটন ইসলাম ও মুক্তার সরকার।
এদিকে ফাহিম সরকারকে আহবায়ক ও আল-আমিন হক বাবুকে সদস্য সচিব করায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।