
তিন কারণে আগুন নেভাতে ৬ ঘন্টা লেগেছে।-ছবি প্রথম আলো
রাজধানীর কাওরান বাজারের বঙ্গবাজারে আগুন নেভাতে ৬ ঘন্টা সময় লেগেছে।নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার পেছনে তিনটি কারণ উল্লেখ করেছে ফায়ার সার্ভিস।
বরং আগুন ছড়িয়ে পড়েছে পাশের বরিশাল প্লাজায়। অগ্নিকাণ্ডে অহতরা চিকিৎসা নিচ্ছেন ঢামেক ও বার্ণ ইউনিটে। এরইমধ্যে দোকানগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মালামাল।
রাজধানীর বঙ্গবাজারের আগুন লাগার পর থেকেই আশপাশের দোকানপাটের সব মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট। সাথে যুক্ত হয়েছে স্থানীয় মানুষজন।