জামালপুরে র্যাবের অভিযানে সদর উপজেলার জামালপুর-মুক্তাগাছা সড়কে কানিল এলাকা থেকে একটি টাটা পিকআপ আটক করা হয়েছে। পিকআপটিতে তল্লাশী চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রপ্তারকৃত আসামীরা হলেন বি-বাড়ীয়া সদর থানার ঘাটুরা এলাকার বাসিন্দা মোঃ শামছুল মিয়ার ছেলে মোঃ নুর আলম (২৫) এবং সুহিলপুর,এলাকার বাসিন্দা মৃত জয়নাল মিয়ার ছেলে (ড্রাইভার),মোঃ আলা উদ্দিন (৩৪) এর কাছ থেকে ২২.৫০০ (বাইশ কেজি পাঁচশত গ্রাম) গাঁজা উর্দ্দার করে।
এসময় ১ টি পিকআপ এবং ০১ টি মোবাইল সেট (সীমসহ) আটক করে র্যাব-১৪।
উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৭৫ পঁচাত্তর হাজার টাকা। পরে তাদের বিরোদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।