মাঠে বিভিন্ন জাতের ধানের প্রদর্শনী প্লটের ফলন সম্পর্কে কৃষকদেরকে অবহিত করার লক্ষ্যে রোববার সোনতলায় মাঠ দিবসের আয়োজন করা হয়।
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি ছিলেন।
সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধরের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, অনুষ্ঠানে বর্তমান সরকারের কৃষি ক্ষেত্রে গৃহিত নানামুখী উন্নয়ন কর্মকান্ডের সাফল্যের কথাও কৃষকদেরকে জানানো হয়।