দিনাজপুর জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বাবু । বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গেল মাসের অপরাধসহ সার্বিক দিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত করা হয় তুহিন বাবুকে । শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হওয়ায় তার হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সিফাত-ই-রাব্বানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ । পুরস্কৃত হওয়ার পর তৎক্ষণাৎ এক প্রতিক্রিয়া ব্যক্ত করে এস আই তুহিন বাবু বলেন, তার প্রাপ্ত পুরুস্কার বিরামপুর থানার সকল সদস্যদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি ।