অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়ায় কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেনকে প্রত্যাহার তরে কুমিল্লা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ওই থানায় নতুন ওসি দেওয়া হয়েছে জেলার সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে।
গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে ওই বদলি আদেশ জারি করা হয়।
২০২১ সালের ১৬ নভেম্বর নাঙ্গলকোট থানায় যোগদার করেন ওসি মো. ফারুক হোসেন।
সূত্র বলছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলাচনা সভায় দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রীর জন্য নাঙ্গলকোট থানার ওসি ভোট চেয়ে অর্থমন্ত্রীকে আবারো নির্বাচিত করতে বলেন।
তার ভোট চাওয়ার ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর বৃহস্পতিবার ওই ওসিকে বদলি করা হয়।