গুরুদাসপুরে গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর চারটার দিকে পৌর শহরের চাচকৈড় বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরাইগ্রাম উপজেলার জালশুকা গ্রামের রব্বেল প্রামাণিকের ছেলে মো. জিয়াউর রহমান (২০), একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মেহেদী হাসান (২২), গোলাম মোস্তাফার ছেলে সোহানুর রহমান (২৩)।
পুলিশ জানিয়েছে- পুলিশের নিয়মিত টহলে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়। এসময় মাদকসেবীদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নাটোর জেলা পরিষদ সদস্যের আপন ভাই।