দেশের বেকার নারী পুরুষদের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বুধবার উল্লাপাড়ায় শুরু হয়েছে আইটি ফ্রিল্যাসিং প্রশিক্ষণ কার্যক্রম।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ উজ্জল হোসন এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী আবু সায়েদ ও সহকারী প্রোগ্রামার মোঃ রাহেন বাদশা রাখেন। উপজেলা প্রশাসন এই কার্যক্রমের আয়োজন করেছে। এতে মোট ২৫ জন যুবক যুবতী অংশ নিচ্ছেন।
সহকারী প্রোগ্রামার মোঃ রাহেন বাদশা জানান, দেশের মানব সম্পদকে বিশ্বমানের হিসাবে গড়ে তোলা এবং শিক্ষিত বেকার যুবকদের ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টির জন্য উপজেলা প্রশাসন আইটি ফ্রিল্যাসিং প্রশিক্ষণের আয়োজন করেছে।
এর আগে প্রশিক্ষনার্থীদেরকে লিখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহনের মাধ্যমে নির্বাচিত করা হয়। ২০ দিন চলবে এ প্রশিক্ষণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ উজ্জল হোসনে বলেন, উল্লাপাড়ায় আধুনিক প্রযুক্তিতে অনেক দক্ষ শিক্ষিত বেকার রয়েছে। অনেকে বহু চেষ্টার পরেও চাকরি পাচ্ছেন না।
এসব ছেলে মেয়েরা ইচ্ছে করলে আইটি ফ্রিল্যাসিং প্রশিক্ষণ গ্রহনের পর কিছু অর্থ আয় করতে পারবেন।
যারা এখন প্রশিক্ষণ নিচ্ছেন তাদের মধ্যে থেকে দক্ষ বিবেচিত ছেলে মেয়েদেরকে পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষক হিসেবে পাঠানো হবে। প্রতিটি ইউনিয়নে আইটি ফ্রিল্যাসিং প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
এতে তৃণমূল পর্যায় পর্যন্ত শিক্ষিত নারী পুরুষেরা সহজে উপার্জনের সুযোগ পাবে।