
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানী বরস্থানে ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭ টায় শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় শহীদদের শান্তি কামনায় ফাতেহা পাঠ, মোনাজাত, মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।
এরআগে সকাল ছয়টার দিকে রাজধানীর ৩২ নম্বরে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।