
বড়াইগ্রামে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে মৃত্যুর পরিবারের আহাজারী- ছবি মুক্ত প্রভাত
নাটোরের বড়াইগ্রামে ঘরের মাটির দেয়ালের নিচে চাপা পড়ে আম্বিয়া খাতুন (৫০) নামক এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আম্বিয়া খাতুন জালশুকা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে বাড়ির ভিটার জমি মাপ জরিপে আব্দুর রহমানের মাটির দেয়াল ঘরের মধ্যে কয়েক হাত জায়গা তার সহোদর ভাই পায়। এ কারণে আম্বিয়া খাতুন সেই ঘরের দক্ষিণ পাশের দেয়ালটি শাবল দিয়ে ভেঙ্গে দিচ্ছিলেন।
এ সময় আকস্মিক দেয়ালটি ভেঙ্গে তার গায়ের উপরে পড়ে। কিন্তু বাড়িতে কেউ না থাকায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে তার স্বামী পাশের বাজার থেকে বাড়ি ফিরে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনদের সহযোগিতায় মাটির দেয়ালের নীচ থেকে তার লাশ উদ্ধার করেন। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।