পার্শ্ববর্তী দেশের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং ভারি বৃষ্টিপাতের ফলে জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ড(পাউবো)।
এতে করে জেলার যমুনার তীরবর্তী উপজেলা দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের নদীর তীরবর্তী মানুষের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে । ইতোমধ্যে যমুনা তীরবর্তী ইসলামপুর উপজেলার ছয়টি এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শাখ সবজি তরিতরকারি,বীজতলা,রোপা আমন ধান তলিয়ে গেছে।
যে ভাবে ভারি বর্ষণ হচ্ছে এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুই-এক দিনের মধ্যে বিপদ সীমা অতিক্রম করতেও পারে বলে জানিয়েছে পাউবো।
অপরদিকে নদীর তীরবর্তী এলাকার মানুষদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ। তিনি জানান সোমবার পর্যন্ত বন্যার পানি বাড়ার সম্ভাবনা থাকলেও বড় কোন বন্যা হওয়ার আপাতত সম্ভাবনা নেই বলেও জানান তিনি।