গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা চৌরাস্তা এলাকায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সীচা চৌরাস্তা এলাকার মৃত. হাকিম উদ্দিনের পুত্র রমজান আলীর সাথে সতিরজান এলাকার মৃত. আবুল কাশেমের পুত্র আঃ রহমান,শহিদুল ইসলাম,আঃখালেক,আঃ ওহাব,রায়হানদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
অভিযোগকারী রমজান আলী জানান, আমার পিতা সীচা মৌজার জেএল নং-৭৭,খতিয়ান নং-৬২৬৮,ডিপি খতিয়ান নং-৪৯৮,দাগ নং-৭৯৩৯ তফসিল বর্ণিত জমি ক্রয় সূত্রে ১৯ শতাংশ জমির ভাগ পেয়ে বসতবাড়ি করে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল।
আমার পিতা ও চাচা ৫৬ শতক জমি ক্রয় করে। তার মধ্যে আমার পিতা ১৯ শতক জমি ক্রয় করে এবং আমার পিতার মৃত্যুর পর আমি এবং আমার মা ৯ শতাংশ জমি ক্রয় করি দলিলমূলে যা আমাদের ২৮ শতক জমি হয়। তবে চাচা ও বাবা জীবিত থাকা অবস্থায় উক্ত জমিতে চাষ হতো। পরবর্তীতে তাদের মৃত্যুর পরে উক্ত জমি বিবাদীরা জোরপূর্বক জমির সামনের অংশ বেদখল করে আমাকে পিছনের অংশ দেয়। পরে স্থানীয় শালিসের মাধ্যমে দুই পক্ষকে রাস্তার সাথে দেয়া হয়।
সেই জমি পেয়ে ২৮ বছর ধরে ভোগদখল করে আসছি। কিন্তু পরিতাপের বিষয় আমার বসবাসের ৩ শতাংশ জমিটি বিবাদীরা জোরপূর্বক বেদখলের চেষ্টা করে। জোরপূর্বক দখলের বিষয়ে প্রতিপক্ষ আঃ রহমানগংদের সাথে কথা হলে তারা জানান,আমরা জোরপূর্বক দখল করি নাই। আমরাই জমি পাই।
সচেতন মহল বলছেন, জমিজমা নিয়ে বিরোধ সমাজের শান্তি বিনষ্ট করে। তবে প্রশাসন তৎপর হলে সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য।