নাটোরের বড়াইগ্রামের উপলশহর গ্রামে একই দিনে গলায় ফাঁস নিয়ে ও বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্নহত্যা করেছে দুই জন।
শুক্রবার ভোরে ও বিকেলে এসব ঘটনা ঘটে। নিহতরা হলো-ওই গ্রামের আব্দুস সালামের প্রথম স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও নবীর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০)। বড়াইগ্রাম ইউ.পি সদস্য নুর ইসলাম সিদ্দিকী জানান, উপলশহরের পাবনা পাড়ার আব্দুস সালামের সঙ্গে ফাতেমা খাতুনের প্রায় ২০ বছর আগে বিয়ে হয়।
তাদের একটি মেয়ে রয়েছে। কয়েক বছর আগে আব্দুস সালাম দ্বিতীয় বিয়ে করে ছোট স্ত্রীসহ ঢাকায় থাকে। দ্বিতীয় বিয়ের পর থেকে সে প্রথম স্ত্রী ও সন্তানকে ঠিকমত ভরণপোষণ দিত না। এতে অভিমানে ফাতেমা নিজ শয়ন কক্ষে তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফঁাস নিয়ে আত্নহত্যা করে।
অপরদিকে, একই গ্রামের উত্তরপাড়ার নবীর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম প্রায় ৩ বছর আগে ১০ কাঠা জমি কিনেন। কিন্তু বিক্রেতার নানা সমস্যার কারণে জমিটি রেজিষ্ট্রি করে নিতে পারছিল না।
এ নিয়ে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝেই ঝগড়া-বিবাদ হতো। উক্ত দিনে এ নিয়ে তর্ক হলে মনের দু:খে রফিকুল বিষাক্ত ট্যাবলেট সেবন করে। পরে স্বজনরা বুঝতে পেরে তাকে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।