সিরাজগঞ্জে ১২ কেজি গাঁজাসহ আসাদ মিয়া(৪৮) নামের ওক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলার থানা পুলিশ।
সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিক-নির্দেশনায় সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, কামারখন্দ সার্কেল ও আব্দুল কাদের জিলানী, অফিসার ইনচার্জ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
শুক্রবার (১১ আগষ্ট ) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে উত্তরবঙ্গগামী একতা পরিবহন নামক যাত্রীবাহী বাস, যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-৮১৩৬।
আটককৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের মৃত লাল মিয়া ওরফে লালুর পুত্র। ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।