সাপের কামড়ে লামিয়া (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে সাপে কমড় দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে লামিয়া মারা যান।
লামিয়ার বাড়ি মাদারীপুরের কালকিনি পৌর শহরের পশ্চিম পাঙ্গাশিয়া মহল্লার মোহাম্মদ বেলালের স্ত্রী।
তিনি একই গ্রামের লোকমান হাওলাদারে বড় মেয়ে।
পারিবারিক সুত্রে যানা গেছে- স্বামী বিদেশ থাকায় লামিয়া তার পিতার বাড়িতেই থাকেন। ঘটনার দিন রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে এলে লামিয়ার পায়ে সাপ কামড় দেয়। রাতেই কালকিনি হাসপাতালে নেওয়ার হয়। সেখানে উন্নতি না হওয়ায় লামিয়াকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।