নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয় আজ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলহাজ মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুনের সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মিঠু, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আমির হামজা, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ, সাংবাদিক প্রমুখ। আলোচনা সভা শেষে অসহায় দুস্তদের মাঝে ২০০০ হাজার টাকা করে মোট পাঁচ জন কে দেওয়া হয় ও ছয়জন কে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।