গুরুদাসপুর (নাটোর): সাংবাদিক সম্মেলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা |—ছবি মুক্ত প্রভাত
নাটোরের তিন উপজেলার ৫৫৭টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি এসব পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন।
বিষয়টি অবহিত করতে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারাদেশের ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করবেন। এরমধ্যে নাটোরের সিংড়া উপজেলার ৩৫৯টি, নলডাঙ্গায় ১০৮ ও সদর উপজেলায় ১০০টি ঘর অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, বুধবার ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত করা হবে গুরুদাসপুর উপজেলাকে। অনুষ্ঠানে উপকারভোগী ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগীতাও চেয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিক সম্মেলনে গুরুদাসপুরের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, গুরুদাসপুর উপজেলাজুড়ে চারটি ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫০৬টি ঘর হস্তান্তের মাধ্যমে উপজেলাকে চলতি বছরের ২২ মার্চ ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া নাটোর জেলাকে ভুমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।