
বড়াইগ্রামে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন
বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে ঘন্টাব্যাপি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শেখ কামাল সহ ১৫ আগষ্টে নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাজেদুর রহমান খান।
জয় বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টিএম মাসুদ করিম বাকির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন প্রবীণ আ'লীগ নেতা আব্দুস সোবহান প্রামানিক,গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,বনপাড়া শহর যুবলীগ সভাপতি জাকির সরকার, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ,চান্দাই ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।