
স্বাধীনতা স্বপক্ষের উপাচার্য চায় নোবিপ্রবি অফিসার্স এ্যসোসিয়েশন
দীর্ঘদিন যাবৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য পদ শূন্য রয়েছে। উক্ত পদে একজন স্বাধীনতা স্বপক্ষের উপাচার্য নিয়োগ দেওয়ার আহ্বান জানায় নোবিপ্রবি অফিসার্স এ্যসোসিয়েশন।
৩১শে জুলাই (সোমবার) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের (বাআবিঅফ) এর নবনির্বাচিত সহ-সভাপতি তারেক মোঃ রাশেদ উদ্দিন ও যুগ্ম মহাসচিব সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নোবিপ্রবি অফিসার্স এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সময় নোবিপ্রবি’র বর্তমান অবস্থা তুলে ধরে বক্তরা বলেন, বিগত দু’মাস যাবৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য রয়েছে।
সাম্প্রতিক সময়ের তীক্ত অভিজ্ঞতার তুলে ধরে বক্তরা বলেন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের উত্থান এবং বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান করা নিয়ে কর্তৃপক্ষের টালবাহানা হয়েছে।
সর্বোপরি সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে নজিরহীন স্থবিরতা নোবিপ্রবি’র স্বাধীনতা স্বপক্ষের সদস্যদেরকে ব্যথিত করে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে কোন কর্মকান্ড সাম্প্রতিক সময়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ছোঁয়া লাগাতে সক্ষম হয়নি।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের, দেশ প্রেমিক এবং দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সহযোদ্ধা, তারুণ্য দীপ্ত কোন শিক্ষাবিদকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যেন নিয়োগ প্রদান করা হয়।
এসময় নোবিপ্রবি অফিসার্স এ্যসোসিয়েশন অফিসারদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে নোবিপ্রবি থেকে নির্বাচিত (বাআবিঅফ) দুজন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
নবনির্বাচিত সহ-সভাপতি তারেক মোঃ রাশেদ উদ্দিন বলেন, জাতির পিতার আদর্শের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছে এবং জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
নব নির্বাচিত যুগ্ম মহাসচিব সাখাওয়াত হোসেন বলেন, ইতঃপূর্বে নোবিপ্রবি অফিসার্স এ্যাসোসিয়েশন কর্মকর্তা-কর্মচারীদের অধিকার নিয়ে সচেতন ছিলো।
বর্তমানে আমাকে বাআবিঅফের যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় আমি এই সম্মান নোবিপ্রবির সকল কর্মকর্তাদের প্রতি উৎসর্গ করছি। কর্মকর্তা-কর্মচারীদের ৮ দফা দাবীসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রতিটি ন্যায্য দাবী আদায়ে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করছি।