রাজশাহীর বাগমারা'য় শোকাবহ আগষ্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধুর হত্যাকারী সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে পূর্ণ রায় কার্যকরের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ৩ ঘটিকার সময় উপজেলা সদরে শোক রালি শেষে , বাগমারা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাবেক ছাত্রলীগ নেতাদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা সদরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাগমারা উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, বাগমারা উপজেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, বাগমারা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল সরকার সহ অন্যরা ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাবলু সরকার, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস,এম মাহাবুর রহমান, গোবিন্দ পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
মানববন্ধন থেকে বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী- ৪ বাগমারা আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জাকিরুল ইসলাম সান্টু তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশের মাটিতে ফিরিয়ে এনে অবিলম্বে পূর্ণ রায় কার্যকরের জোর দাবী জানান।
তিনি বিএনপি-জামাতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ষড়যন্ত্র বাদ দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অধিন নির্বাচনে আসার প্রস্তুতি নিন। এ দেশের মাটিতে ষড়যন্ত্র করে আর, পার পাবেন না।তিনি আরও উল্লেখ করেন, প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নিতে হবে।
আত্ম স্বীকৃত খুনিদের রায় কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা জেবাল আহমেদ। শোকাবহ আগষ্ট উপলক্ষ্যে সাবেক ফেমাস কোচিং সেন্টারের খাদ্য বিতরণ করা হয়েছে ।