বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি সম্বলিত প্রকাশনা গ্রন্থ "বীর মুক্তিযোদ্ধাদের স্মতিকথা ১৯৭১" এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঘিওর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন খান জকি, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মিয়া, কে এম সিদ্দিক আলী, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ঘিওর প্রেসক্লাব সভাপতি মো: আনোয়ারুল হক, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু প্রমূখ।
উপজেলার ১৬৮ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৭২ জন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি নিয়ে তাদের নিজেদের লেখা বইটিতে তুলে ধরেছেন। ‘স্মতিকথা ১৯৭১’ বইটির পরিকল্পনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।