
আটককৃত আসামী- ছবি মুক্ত প্রভাত
নাটোর সদরের ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়ার গ্রামের কুমিল্লা পাড়া জামে মসজিদের মাইকের মেশিন ,ব্যাটারি ৩০ জুলাই রাত আনুমানিক ২: ৩০ মিনিটের সময় চুরির ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ দেলোয়ার হোসেন এবং হারুনুর রশিদ এর কাছ থেকে চুরির বিষয়ে জানতে চাইলে তারা বলেন, প্রথমে আমার মোবাইলে নতুন বাজার থেকে নূর আলম নামে এক ছেলে কল করেন এবং ঘটনাস্থলে পৌঁছাই এবং তাদের কথাবার্তা শুনে চেয়ারম্যান মহোদয় কে জানাই। চেয়ারম্যান তাৎক্ষণিক অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেন।
অভিযান পরিচালনার জন্য ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আমরা সকল গ্রাম পুলিশ একসাথে অভিযানে শুরু করি।৩১ জুলাই রাতে অভিযানে চুরির মালামাল জব্দ করে চুরির ঘটনায় সম্পর্কিত দুইজনকে আটক করি । আটককৃতরা হলেন ( ১) মোঃ তারিকুল ( ১৭)পিতা মোঃ জয়নাল, গ্রাম কাঠালবাড়িয়া (২) মোঃ রাজিব(১৯) পিতা আব্দুর রাজ্জাক , গ্রাম বড়বাড়িয়া।
তাদেরকে আটক করার পর চেয়ারম্যানের কাছে উপস্থিত করে চুরি হওয়া মাল সন্ধান করে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে চুরি হওয়া মাল উদ্ধার করতে সক্ষম হয়। চুরি হওয়া মালের বিবরণ, মসজিদের মাইকের মেশিন, ব্যাটারি, এবং কিছুদিন পূর্বে রমজান চা স্টলের চুরি হওয়া একটি 42 ইঞ্চি মনিটর।
ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন ঘটনার পরপর নাটোর সদর থানার ওসিকে বিষয়টি জানায় এবং গ্রাম পুলিশকে দ্রুত অভিযান পরিচালনা করতে নির্দেশ দেই। অভিযানে দুজন চোরকে তারা আটক করে এবং চুরির মালামাল জব্দ করে। চোরকে জিজ্ঞাসাবাদ করার পর আরো কেহ জড়িত আছে কিনা বিষয়টি জানা যাবে।
দীর্ঘদিন ধরে এই এলাকায় ভ্যান, মনিটর, ঔষধি গাছগাছরা, সুপারি ,দোকান, মোবাইল, কাপড়চোপড়, ছাগল, ও মানুষের বাড়ি থেকে গহনা চুরির ঘটনা ঘটে আসছে। যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে আমরা এই চুরির ঘটনা বের করার চেষ্টা চলছে।