বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রের ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে, ৩০জুলাই ২০২৩। বিক্ষোভ, মিছিল,ও সমাবেশের কর্মসূচিতে পুলিশ সহযোগিতা না করে জেলার সেক্রেটারসহ জেলা ব্যাপী গণগ্রেপ্তার, হয়রানি ও ঘর, বাড়ি ভাঙচুরের প্রতিবাদের সংবাদ সম্মেলন করেন।
বাংলাদেশ জামাত ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার সকল নেতৃবৃন্দ উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা শহিদুল আলম,জেলা আমির. মাওলানা মো: আব্দুল সালাম উপজেলা আমির, মাস্টার মোঃ মইনুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য. মাওলানা মো:আতাউর রহমান, আমির সিরাজগঞ্জ সদর উপজেলা, মাওলানা মো:মোস্তফা মাহমুদ সাধারণ সম্পাদক সদর পৌরসভা জামাত ইসলাম
অ্যাডভোকেট:মো: আবু তালেব জেলা আইন বিভাগের পরিচালক, সম্নযনায়ক :মো:শাহীদুল ইসলাম, সম্পাদক প্রচার ও মিডিয়া বিভাগ বাংলাদেশ জামাত ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখা আরো অনেকে উপস্থিতি ছিলেন।