চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব সদস্যরা পৃথক দুটি অভিযানে পিস্তুল, গুলি, ম্যাগজিন ও বিপুল পরিমান হিরোইন সহ মহিলা সহ দুই জনকে আটক করেছে।
আটককৃত হলো ভোলাহাট উপজেলার কানার হাট গ্রামের মঞ্জুর রহমানের ছেলে মোঃ আতাউর রহমান ওরফে আতারুল (৩০) ও জেলার সদর থানার সুজনপাড়া গ্রামের মহবুল হকের স্ত্রী মোছাঃ ছাবেরা বেগম (৪০)।
র্যাবের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে: রুহ-ফি- তাহমিন তেকির ও উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গত ৩০জুলাই রাত ১১টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি কলেজের সামনে পাঁকা রাস্তার একটি সিএনজি হতে নামিয়ে দেহ তল্লাশি একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেলে উক্ত ছাবেরা বেগম (৪০) কে করে হাতে নাতে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত ছাবেরা বেগমকে পুলিশের সহায়তায় মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে একই দিনে একই ধরনের সংবাদেও ভিত্তিতে একই দলের অভিযানে ৩০জুলাই বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজনপড়া গ্রামে মহবুল হকের বাড়িতে তল্লাশি চালিয়ে চার কেজি হিরোইন সহ ছাবেরা বেগম(৪০)কে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার স্বামী অর্থাৎ আরশাদ আলির ছেলে মহবুল হক পালিয়ে যায়। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে এবং সেই মামলায় গেস্খফতার দেখিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।