
নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল- ছবি মুক্ত প্রভাত
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) দুপুর১২টার সময় শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও নাটোর সদরের ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জহিরুল শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর ভুইয়া ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এসময় নাটোর, নলডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য মাননীয় এমপি আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল বলেন, যে কোন মূল্যে জামায়াত- বিএনপির নৈরাজ্য বিশৃঙ্খলা প্রতিহত করা হবে। বিএনপির আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না আওয়ামী লীগ।
যদি সামনে তারা মানুষ হত্যার রাজনীতি শুরু করে তাহলে আওয়ামী লীগ তা শক্ত হাতে প্রতিহত করবেন। তিনি আরো বলেন ঢাকার আন্দোলনে বিএনপি'র নেতাকর্মীরা শতাধিক গাড়ি পুড়িয়েছে, পুলিশ প্রশাসন কে আহত করেছে, রাস্তা অবরোধ করেছে এতে করে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে এমন রাজনীতিকে এদেশের মানুষ মেনে নেবে না। তিনি আরো বলেন নাটোরে এই ধরনের সন্ত্রাসী রাজনীতি করতে দেওয়া হবে না।